মিরসরাইয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় নারী নিহত, চালক আটক

251

 


মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় এক নারী নিহত হয়েছে। ওই নারীর নাম মায়া রাণী নাথ (৭০)। সে উপজেলার ১০ নম্বর মিঠানালা ইউনিয়নের মলিয়াইশের গজারিয়া এলাকার হরি নাথের স্ত্রী। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় মিরসরাই পৌরসদরে এই দুর্ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই সদরের ফুটওভারব্রীজ দিয়ে পার না হয়ে ওই নারী মহাসড়কের ডাইভারশনের সরু পথ দিয়ে পার হওয়ার সময় চট্টগ্রামমুখী কাভার্ডভ্যানের (ঢাকা মেট্টো উ ১৪-২১৯২) ধাক্কায় ঘটনাস্থলে নিহত হয়। এই ঘটনায় কাভার্ডভ্যান চালক নোয়াখালী জেলার সোনাইমুড়ী এলাকার ইসমাঈল হোসেনকে কাভার্ডভ্যানসহ আটক করে মিরসরাই থানা পুলিশ।
মিরসরাই থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পপি আক্তার কাভার্ডভ্যানের ধাক্কায় এক নারী নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় কাভার্ডভ্যানসহ চালককে আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here