চট্টগ্রামের মিরসরাইয়ে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান-চাল সংগ্রহ শুরু হয়েছে। গত ২১ মে এই কার্যক্রম উদ্বোধন করা হয়। চলবে আগামী ৩১ আগষ্ট পর্যন্ত।
উপজেলার সদর ইউনিয়নের উত্তর তালবাড়িয়া এলাকায় অবস্থিত খাদ্য গুদামে কার্যক্রমের উদ্বোধন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন। উপজেলা কৃষি অফিসের সহায়তায় চিটামুক্ত প্রকৃত কৃষকদের কাছ থেকে এই ধান ও চাল সংগ্রহ করা হচ্ছে বলে জানান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা উত্তম কুমার চক্রবর্তী।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় ১ হাজার ৪শ৬০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। বোরো ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৫শ৭০ মেট্রিকটন।
এই বোরো মৌসুমে ৪৩ টন ধান, ১শ২৭ টন আতপ চাল ও ১৮২ টন সেদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শুধু মাত্র নিবন্ধিত কৃষকদের কাছ থেকে এসব ধান ও চাল সংগ্রহ করা হবে।
এই বিষয়ে উপজেলা কৃষি অফিসকে চিঠির মাধ্যমে জানিয়ে দেয়া হয়েছে বলে দাবি করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা গেছে, একজন কৃষক সর্বনিম্ন ১শ২০ কেজি ধান ও সর্বোচ্চ ৩ হাজার কেজি ধান বিক্রি করতে পারবেন। কৃষকরা চিটামুক্ত ধান উপজেলা খাদ্য গুদামে নিয়ে গিয়ে পৌঁছে দিবেন।
উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর এলাকার কৃষক বিকাশ ভৌমিক জানান, বাজারে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ৪শ থেকে ৪শ৫০ টাকা। কিন্ত সরকারে যে দাম দিচ্ছে তাতে কৃষক বাঁচবে।
সরকারের উচিত কৃষকদের কাছে থেকে আরো বেশি বেশি করে ধান চাল সংগ্রহ করা।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা উত্তম কুমার চক্রবর্তী জানান, চলতি বছর প্রতি কেজি ধান ২৬ টাকা, প্রতি কেজি আতপ চাল ৩৫ টাকা ও প্রতি কেজি সেদ্ধ চাল ৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
প্রকৃত কৃষকদের কাছ থেকে চলতি বছর সরকারের ঘোষণা অনুযায়ী চিটামুক্ত ধান ও চাল সংগ্রহ করা হবে। এই কার্যক্রম চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।