মিরসরাইয়ে ক্বওমী মাদ্রাসা প্রধানদের সাথে গনপূর্তমন্ত্রীর মতবিনিময়

223


নিজস্ব প্রতিনিধি
গৃহায়ন ও গনপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, এই সরকারই ক্বওমী মাদ্রাসার দাওরায় হাদীস এর সনদকে মাষ্টার্স ডিগ্রীর সমমান প্রদান করার উদ্যোগ নিয়েছে। যা অতীতের কোন সরকারই পারেনি। শুধু তাই নয়, ক্বওমী মাদ্রাসার দ্বীনি সেবার পাশে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার সরকার সবসময় পাশে থাকতে চায়। আর তাই ক্বওমী মাদ্রাসার ছাত্র শিক্ষকদের সকল সুবিধা অসুবিধা এবং আগামী দিনে করণীয় নিয়ে বিভিন্ন উদ্যোগের কথা ভাবছে এই সরকার।
মিরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে শুক্রবার ( ৩১ আগষ্ট) বিকাল বিকেলে উপজেলার ক্বওমী মাদ্রাসা শিক্ষকদের সাথে এক মতবিনিময়কালে মন্ত্রী এইসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল কবিরের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জামালপুর মাদ্রাসার মুহতামীম মাওলানা মকছুদ আহমেদ, ফারুকীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুর রহমান, আবুরহাট মাদ্রাসার মাওলানা শহীদুল ইসলাম, জেলা আওয়ামীলীগ নেতা খুরশিদ আলম আজাদ, মিরসরাই থানার ওসি সাইরুল ইসলাম, জোরারগঞ্জ থানার ওসি জাহিদুল কবির, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, সাবেক পৌর মেয়র এম শাহজাহান, ইছাখালী ইউপি চেয়ারম্যান নুরুল মোস্তফা, উপজেলা আওয়ামীলীগ নেতা সিরাজউদ্দৌল্লাহ, উপজেলা যুবলীগের আহ্বায়ক মোস্তফা মানিক, আওয়ামলীগ নেতা সাইফুল্লাহ দিদার প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here