মিরসরাইয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

288


মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে গলায় ফাঁস লাগিয়ে বেলাল উদ্দিন (২৪) নামে এক যুবক আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) রাত ২টার দিকে উপজেলার ৯ নম্বর মিরসরাই সদর ইউনিয়নের গড়িয়াইশ গ্রামে এই ঘটনা ঘটেছে। সে ওই এলাকার ওসমান গনির পুত্র।
জানা গেছে, বেলাল দীর্ঘদিন প্রবাসে ছিলেন। সেখান থেকে দেশে এসে এখন বিএসআরএম কোম্পানীতে চাকরী করেন। গত কয়েক বছর বিয়ে করেন বেলাল। বিয়ে করার পর থেকে স্ত্রীর সাথে প্রায় সময় বিভিন্ন বিষয়ে বাগবিতন্ডা হতো। সর্বশেষ বৃহস্পতিবার রাত ২টায় নিজ কক্ষে সিলিং ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তবে তার ময়নাতদন্ত ছাড়াই শুক্রবার সকাল ১০টায় দাফন করা হয়েছে।
মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি খোঁজ খবর নিয়ে শুনেছি ছেলেটি মানসিক রোগী ছিলো। তাই আত্মহত্যার পর পরিবার ও ওই ওয়ার্ডের মেম্বার সহ সীদ্ধান্ত নিয়ে ময়নাতদন্ত ছাড়া দাফন করা হয়েছে।
এই বিষয়ে মিরসরাই থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দেবনাথ বলেন, গড়িয়াইশে এক যুবকের আত্রহত্যার বিষয়টি লোকমুখে শুনেছি। তবে এই বিষয়ে থানায় কোন অভিযোগ দেয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here