মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় অজ্ঞাত পরিচয় (৪০) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবক নিহত হয়েছে। শুক্রবার (২৬ জুলাই) রাত ৯টায় মিরসরাই পৌর সদরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ডিভাইডারের পাশে এই দুর্ঘটনা ঘটে।
মিরসরাই থানার পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র দেবনাথ বলেন, দুর্ঘটনায় নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলে মনে হচ্ছে। নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে মিরসরাই থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
[acf field="title_top"]
মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় যুবক নিহত
[acf field="title_bottom"]
প্রকাশিত :
[acf field="reporter_name"]
[photo_card_and_fontsize]
[custom_ad id="2"]

