মিরসরাইয়ে ঘরের জানালা ভেঙ্গে মালামাল চুরি

91

মিরসরাই প্রতিনিধি :::
মিরসরাইয়ে ঘরের জানালা ভেঙ্গে মালামাল চুরি করে নিয়ে গেছে চোরের দল। সোমবার (২৯ মে) রাত ১ টায় উপজেলার হাইতকান্দি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মহালংকা গ্রামের হিতুব মোহাম্মদ ভূঁইয়া বাড়ির হামিদ উল্যাহর ঘরে এই চুরির ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ হামিদ উল্যাহ বলেন, আমার ঘরের কাজ চলতেছে। সোমবার রাতে খাওয়া দাওয়ার পরে আমরা সবাই ঘুমিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে দেখি একটা পানির মোটর, এক কয়েল বিদ্যুৎ তার ও অন্যান্য জিসিনপত্র সহ প্রায় ২৫ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। বিষয়টি আমি স্থানীয় মেম্বারকে জানিয়েছি।

হাইতকান্দি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জামশেদ আলম বলেন, চুরির বিষয় আমাকে জানিয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। কারা এই চুরির সাথে জড়িত তাদেরকে বের করে আইনের আওতায় আনা হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here