মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার কাটাছড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রমজান আলী বাপ্পীকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। শনিবার (২৫ আগষ্ট) রাতে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় মামলা রয়েছে।
তাকে গ্রেপ্তারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপজেলা ছাত্রদল নেতৃবৃন্দ।
জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার বিপুল চন্দ্র দেবনাথ জানান, রমজান আলী বাপ্পীর বিরুদ্ধে থানায় মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।