মিরসরাই প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর জাতীয় শিক্ষা দিবস উপলক্ষে মিরসরাইয়ে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন ছাত্রনেতা শামীম ওসমান। বৃহস্পতিবার (১৭ সেেপ্টেম্বর) সকালে উপজেলার করেরহাট ইউনিয়নের আলী (রাঃ) ইসলামিয়া মাদরাসায় এসব শিক্ষা সামগ্রী বিতরণ করেন তিনি।
ছাত্রনেতা শামীম ওসমান বলেন, তৎকালীন পাকিস্তান সরকারের গণবিরোধী শিক্ষা সঙ্কোচনমূলক শিক্ষানীতির প্রতিবাদে এবং একটি গণমুখী শিক্ষানীতি প্রবর্তনের দাবিতে ছাত্র-জনতার ব্যাপক গণআন্দোলনের রক্তাক্ত স্মৃতিবিজড়িত দিন।
মহান এই দিনে তারই ধারাবাহিকতা এবং জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে আমি শিক্ষার্থীদের মাঝে কিছু উপকরণ উপহার দিয়েছি।