মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মাইনুর ইসলাম রানার ব্যাক্তিগত উদ্যোগে জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়েছে।
শনিবার (২৮ মার্চ) দিনব্যাপী উপজেলার হাদিফকিরহাট বাজার ও গাছবাড়িয়া এলাকা ও চলাচলের রাস্তাসহ বিভিন্ন স্থানে জীবাণুনাশক ছিটানো হয়।
মিরসরাই উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মাইনুর ইসলাম রানার ব্যাক্তিগত উদ্যোগে এসময় উপস্থিত ছিলেন ওয়াহেদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এমজাদ হোসেন আয়েছ, নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসানসহ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী।
রানা বলেন, বাংলাদেশসহ গোটা বিশ্ব করোনাভাইরাসের কারণে কঠিন দিন পার করছে। দিন দিন বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। আমাদেরকে এই বিষয়ে সচেতন হতে হবে এবং জনসমাগম বা ভিড় এড়িয়ে চলতে হবে। এছাড়াও গত শুক্রবার বিকালে হাদিফকিরহাট বাজারে শ্রমজীবি মানুষের মাঝে মাস্ক, হ্যান্ড গ্লাভস ও সচেতনতামূলক লিফলেট বিতরন করি।
তিনি আরও বলেন, আমার নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি ও তার সুযোগ্য পুত্র তারুণ্যের অহংকার মাহবুব রহমান রুহেলের নির্দেশনায় কাজ করে যাচ্ছি। পর্যায়ক্রমে আরও করবো।