মিরসরাইয়ে ছাত্র কল্যাণ পরিষদের কৃতি শিক্ষার্থী মেধাবৃত্তি প্রদান

628

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে ছাত্র কল্যাণ পরিষদ ( সিকেপি) এর উদ্যোগে উপজেলার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান শুক্রবার ( ৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় মিরসরাই উপজেলা অডিটোরিয়ামে নজরুল ইসলাম বাপ্পীর সভাপতিত্বে ও তৌহিদুল আলম রুবেল এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কাষ্টমস এক্সাইজ এন্ড ভ্যাট এক্সিকিউটিভ অফিসার্স এসোসিয়েশন ( বাকাএভ) এর সাবেক সভাপতি কামরুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান।


সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রিয়তোষ নাথ । বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, ১৫ নং ওয়াহেদপুর ইউপি চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ, ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফরিদুল হাসান টিপু, সমাজ সেবক আফছার হোসেন চৌধুরী, পাক্ষিক খবরিকা সম্পাদক মাহবুবুর রহমান পলাশ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সি.কে. পি ফাউন্ডেশন চেয়ারম্যান গিয়াস উদ্দিন পারভেজ।

আরো বক্তব্য রাখেন চলমান মিরসরাই’র নির্বাহী সম্পাদক এম মাঈন উদ্দিন, ইউপি সদস্য আশরাফ হোসেন, অধ্যাপক আলতাফ হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির নেত্রী রাশেদা আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দৈনিক মানবজমিন মিরসরাই প্রতিনিধি আনোয়ারুল হক নিজামী, সি-প্লাস প্রতিনিধি বাবলু দে, ভোরের ডাক প্রতিনিধি সানোয়ারুল ইসলাম রনি।


কামরুল ইসলাম চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, আজকের এই মেধাবী শিশুরাই আগামীদিনে দেশও জাতির কর্ণধার। এইসকল শিশুদের সকল অভিবাবকগন তাদের স্ব স্ব গন্থব্যমুখী মেধা চর্চার পাশাপাশি আদর্শ ও উত্তম মানুষ হিসেবে ওরা যেন বড় হয় সেদিকেও যতœবান হওয়াই উচিত বলে মনে করি। এছাড়া বিশেষ অতিথিগন ছাত্র কল্যাণ পরিষদ ( সিকেপি) এর এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে আগামীদিনে মেধা বিকাশে আরো ব্যাপকতর উদ্যোগের আহ্বান জানান। আলোচনা শেষে অতিথিবৃন্দ উপজেলার বিভিন্ন শ্রেনীর দুই শতাধিক কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সনদ ও পুরস্কার বিতরণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here