মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম মো. জাবেদ হোসেন (২৮)। সে মুন্সিগঞ্জ জেলার ধোবরা পইসা গ্রামের মো. আনমান খাঁর ছেলে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার সুফিয়া রোড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশের জমিতে উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে।
এই বিষয়ে মিরসরাই থানার এস আই মো. মাহফুজুল আলম বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ির চালক ঘটনাস্থলে নিহত হয়েছে। নিহতের মরদেহ ময়না তদন্ত শেষে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।