মিরসরাইয়ে ট্রেনে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা

209

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মোছাম্মৎ মুন্নজান (৪০) নামে এক গৃহবধু আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২ ফেব্রয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের মিরসরাইয়ের ধুমঘাট ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত গৃহবধূ উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের পশ্চিম হিঙ্গুলী গনকছড়া এলাকার শেখ আহমেদ বাড়ির তাজুল ইসলামের স্ত্রী।
জানা গেছে, মুন্নুজানের স্বামী তাজুল ইসলাম প্রায়শ তাকে মারধর করতো। তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিলো অনেকদিন ধরে। শুক্রবার রাতেও স্বামীর সাথে তাঁর ঝগড়া হয়। শনিবার সকালে বাড়ি থেকে ছুটে এসে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সে আত্মহত্যা করে।
এই বিষয়ে জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক মোঃ সিরাজুল ইসলাম বলেন, ট্রেনে কাটা পড়ে এক গৃহবধূ মারা যাওয়ার খবর শুনেছি। তবে বিষয়টি দেখভালের দায়িত্ব রেলওয়ে পুলিশের। তারপরও আমরা খোঁজ খবর নিচ্ছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here