মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার খইয়াছড়া ইউনিয়নের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে নবজাগরণ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২০ সমাপনী ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। গত ৩০ অক্টোবর উদ্বোধনী খেলা শুরু হয়। এতে ১৬ টি দল অংশগ্রহণ করে।
শুক্রবার (৪ ডিসেম্বর) বিকালে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ইয়াং স্টার বনাম নতুন প্রজন্ম ইয়াং স্টার ১-০ গোলে নতুন প্রজন্মকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মো. হোসেন ভূঁইয়া, মিরসরাই প্রেস ক্লাবের সভাপতি নুরুল আলম, সাবেক সভাপতি শারফুদ্দিন কাশ্মীর, মিরসরাই পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু, মাজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেদায়েত উল্লাহ, মিরসরাই এসএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল হক, মিরসরাই পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুন নবী, সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদিন, মিরসরাই পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হোসাইন সবুজ, নব জাগরণ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মাহমুদুল হক জুয়েল প্রমুখ।
নবজাগরণ সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সুলতান মো. শাহীনের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা নাসির উদ্দিন নিজামী। সবশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।