মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে নিবন্ধনবিহীন এক ডাক্তারকে ভ্রাম্যমান আদালত ১০ হাজার টাকা জরিমানা করেছে। শনিবার (৩০ নভেম্বর) দুপুরে তাকে উপজেলার সোনাপাহাড় এলাকা থেকে রোগীদের ব্যবস্থাপত্র দেয়ার সময় এলাকাবাসী আটক করে জোরারগঞ্জ থানা পুলিশে দেয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইনে ১০ হাজার টাকা জরিমানা করেন। জসীম উদ্দিন ফেনী জেলার ধলিয়া এলাকার মো.মোস্তফার ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, জসীম উদ্দিনের চিকিৎসক হিসেবে নিবন্ধন না থাকায় এলাকাবাসী তাকে আটক করে। পরে মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইনে তাকে জরিমানা করা হয়।