মিরসরাই প্রতিনিধি
মিরসরাই আসনে আওয়ামী লীগ প্রার্থী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নৌকা প্রতীকের পক্ষে প্রচারণা চালাবে বঙ্গবন্ধু ফাউন্ডেশন। শনিবার বিকালে মিরসরাই উপজেলা কমিটি সাধারণ সভার মধ্য দিয়ে এ সিদ্ধান্ত নেয়।
ওইদিন বিকাল ৩টায় উপজেলা সদরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ তথা মহাজোটের প্রার্থী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নৌকা প্রতীকের পক্ষে ব্যতিক্রমী প্রচারণা চালানোর লক্ষ্যে আয়োজিত ওই সভার সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মাষ্টার।
সভায় বক্তব্য রাখেন, সংগঠক বদরুল আলম জোসেপ, সহ-সভাপতি কামরুল আনোয়ার মিলন, এনায়েত হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ নওশাদ, সহ-সাধারণ সম্পাদক রতন চন্দ্র দাশ, মহিলা সম্পাদিকা শামীমা আক্তার মুন্নী, সাংগঠনিক সম্পাদক মাইনুল আহসান রোকন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. নূর উদ্দিন, সহ-দপ্তর সম্পাদক রতন চন্দ্র দাশ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. শামীম চৌধুরী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. রানা চৌধুরী, সহ-শিক্ষা ও পাঠাগার সম্পাদক ফারহান গিয়াস, অর্থ সম্পাদক বিধান কর্মকার, সদস্য সিরাজুল আলম সোহেল ও মো. হেলাল উদ্দিন।
সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মাষ্টার জানান, আমারা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে প্রচারণা চালাবো। আমাদের প্রচারণা হবে ব্যতীক্রম। আমরা উন্নয়ন, অগ্রযাত্রা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ করে উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌর এলাকায় এসব প্রচারণা চালাবো।