মিরসরাইয়ে নয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মিরসরাই স্পোটিং ক্লাব সেমিফাইনালে

249

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন অভিযান ক্লাবের আয়োজনে এনায়েত হোসেন নয়নের অর্থায়নে নয়ন চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে মিরসরাই স্পোটিং ক্লাব ফুটবল একাদশ।
অভিযান ক্লাব মাঠে অনুষ্ঠিত প্রথম কোয়ার্টার ফাইনালে পাঠাননগর ফুটবল একাদশকে ট্রাইবেকারে ৪-৩ গোলে পরাজিত করে।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন মিরসরাই স্পোর্টিং ক্লাবের গোলরক্ষক নুর উদ্দিন।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক সোলেমান উদ্দিন বাদশার সঞ্চালনায় ও সদস্য সচিব আমিনুল হক সজিবের সার্বিক তত্ত্বাবধানে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুল হক, আলিনগর এল বি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নিজাম উদ্দিন, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মিরু মেম্বার, মিরসরাই উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল ভুঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী নিজাম উদ্দিন স্বপন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here