মিরসরাইয়ে নয়ন চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অভিযান সংঘ সেমিফাইনালে

201

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ের করেরহাটের স্বেচ্ছাসেবী সংগঠন অভিযান ক্লাবের পরিচালনায়, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়নের অর্থায়নে ‘নয়ন চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে’ সেমিফাইনালে উঠেছে ছাগলনাইয়া অভিযান সংসদ ফুটবল একাদশ। সোমবার ( ৩০ সেপ্টেম্বর) অভিযান ক্লাব ফুটবল মাঠে অনুষ্ঠিত কোয়াটার ফাইনালে ফটিকছড়ি রহমতপুর একতা ক্রীড়া সংঘকে ৩-২ গোলের ব্যবধানে পরাজিত করে। বিজয়ী দলের রাহাত ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।

খেলায় প্রধান অতিথি ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী । এসময় টুর্নামেন্টের পৃষ্টপোষক উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন উপস্থিত ছিলেন।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক সোলেমান উদ্দিন বাদশার সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হক সজিবের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি ছিলেন করেরহাট বাজার পরিচালনা কমিটির সহ সভাপতি আবদুর রহিম, করেরহাট ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক তাইফ উদ্দিন, মিরসরাই উপজেলা যুবলীগের সদস্য মোঃসরওয়ার, মিরসরাই উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য আবদুল্লাহ আল মামুন,২নং হিংগুলী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক এমরানুল হক শাহীন, উদয়নক্লাবের প্রচার সম্পাদক ইসমাইল রাজু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here