মিরসরাই প্রতিনিধি :::
মিরসরাইয়ে পানিতে ডুবে কলেজ শিক্ষার্থী আলসামাত মিয়া টিপুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাড়ির পাশে পুকুরে ডুবে এই মৃত্যু হয়। টিপু মিরসরাই পৌরসভার ৪নং ওয়ার্ডের পূর্ব গোভনিয়া গ্রামের সারেং বাড়ির বাছা মিয়ার পুত্র। টিপু মিরসরাই কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।
টিপুর কাকা ইসলাম মিয়া বলেন, টিপু মানসিক সমস্যা আছে। দুপুরে গোসল করার সময় হঠাৎ সে মধ্যখানে চলে যায় ডুব দেওয়ার পর আর উঠে নাই। পরে স্থানীয় লোকজন ও মিরসরাই ফায়ার সার্ভিস এসে উদ্ধার করে সেবা হাসপাতালে নিয়ে গিলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছে মিরসরাই পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর শাখের ইসলাম রাজু। টিপুর মানসিক সমস্যা ছিলো। চিকিৎসার পর সে সুস্থ হয়েছিলো। আজ দুপুরে বাবার সাথে গোসল করার সময় হঠাৎ করে পুকুরের মধ্যখানে গিয়ে ডুব দেওয়ার পর আর উঠে নাই। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার বাদ মাগরিব জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।