মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে এক শিশু মারা গেছে। তার নাম মোহাম্মদ সাইফুদ্দীন (২)। সোমবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার ১৪ নম্বর হাইতকান্দি ইউনিয়নের জোড়পুকুরিয়া এলাকায় এই ঘটনা ঘটেছে। সাইফুদ্দীন ওই এলাকার লালমিয়া মিঝি বাড়ির মঈনুদ্দীন চিশতীর একমাত্র ছেলে।
ওই এলাকার বাসিন্দা শিক্ষক মোঃ আরিফুল ইসলাম জানান, সোমবার দুপুরে খেলার ছলে সাইফুদ্দীন বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুজি করে না পেয়ে পুকুরের পানিতে নিথর দেহ ভাসতে দেখে উদ্ধার করা হয়। ওইদিন বাদে আছর জোড় পুকুরিয়া জামে মসজিদের সামনে জানাজা শেষে দাফন করা হয়েছে।