মিরসরাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

225

 

নিজস্ব প্রতিবেদক

মিরসরাইয়ের ইছাখালীতে পানিতে ডুবে আহমাদ আওসাফ আরাফ নামে দেড় বছর বয়সের শিশু মারা গেছে। রবিবার (২২ নভেম্বর) সকাল আটটার দিকে উপজেলার ইছাখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের জমাদার গ্রামের মোহাম্মদ মেস্ত্রী বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত আরাফ ওই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য এমদাদ হোসেন এর একমাত্র ছেলে।

স্থানীয়রা জানান, শিশু আরাফ বাড়ির উঠানো খেলছিল। একপর্যায়ে তার কোন খোঁজ না পেয়ে স্বজনরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে। অবশেষে পুকুর থেকে শিশু আরাফের ভাসমান দেহ উদ্ধার করা হয়। উদ্ধারের পর শিশু আরাফকে মস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন, ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here