মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার ইছাখালীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৭ ডিসেম্বর) সকালে ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চুনিমিঝিরটেক গ্রামের মোস্তফা মেস্ত্রী বাড়ীতে এই ঘটনা ঘটে। নিহত শিশুর নাম রাফিউল ইসলাম সিয়াম (২)। সে ওই এলাকার মোস্তফা মেস্ত্রী বাড়ীর হুমায়ুন মেস্ত্রীর ছোট ছেলে।
নিহত শিশুর বাবা হুমায়ুন মেস্ত্রী বলেন, সিয়াম তার নানার বাড়ির উঠানে খেলছিল। খেলার এক পর্যাায়ে পুকুরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে নিয়ে গিলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ইছাখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুজ্জামান সাহাব মিয়া। আজ বাদ আছর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।