মিরসরাইয়ে পিকআপ-সিএনজি অটোরিক্স সংঘর্ষে নিহত ১, আহত ৬

233

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে পিকআপ-সিএনজি অটোরিক্স সংঘর্ষে একজন নিহত ও ৬জন আহত হয়েছে। রোববার (৩ নভেম্বর) বিকেলে উপজেলার করেরহাট ইউনিয়নের হাবিলদারবাসা চট্টগ্রাম-ফেনী পুরাতন সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মিজানুর রহমান। সে করেরহাট ইউনিয়নের পূর্ব অলিনগর এলাকার বাসিন্দা। আহতদের বারইয়ারহাট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।
করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন বলেন, ছোট রাস্তা হওয়ার পরও গাড়িগুলো অনেক দ্রুতগতিতে চলাচল করে। চালকদের অসাবধনতার কারণে এসব দুর্ঘটনা ঘটছে। এব্যাপারে প্রশাসনের প্রদক্ষেপ নেয়া জরুরী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here