মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে সাইমুন হোসেন (৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ অক্টোবর) উপজেলার জোরারগঞ্জ থানার করেরহাট ইউনিয়নে এই ঘটনা ঘটেছে। সাইমুন বারইয়ারহাট কদমতলা মাদারাসার নুরানী তৃতীয় শ্রেণীর ছাত্র।
জানা গেছে, ৮ সেপ্টেম্বর রবিবার নানুর বাড়িতে বেড়াতে গিয়েছিল। মঙ্গলবার বিকেল ৪ টায় পুকুরঘাটে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। পরে পুকুরে জাল দিয়ে তার তাকে উদ্ধার করে বারইয়ারহাট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
সাইমুন উপজেলার ২ নং হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামের সেকান্তর হাজ্বি বাড়ির নুরের সালাম ও নাছিমা আক্তারের একমাত্র ছেলে।