মিরসরাই প্রতিনিধি :

মিরসরাইয়ে পূর্বশত্রুুতার জের ধরে মীর হোসেন (২৮) নামে এক যুবককে খুুন করা হয়েছে। রবিবার (৭ জুলাই) সকালে উপজেলার করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর গ্রামে এঘটনা ঘটে। মীর হোসেন ওই এলাকার ফজলুল হকের ছেলে।
জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক বলেন, রবিবার সকালে মীর হোসেনকে দক্ষিণ অলিনগর এলাকার আবাসন প্রকল্পে একই এলাকার রবিউল হোসেন, দিদার, বেলাল, সানজু, লম্বা সাইফুল বাড়ি থেকে ডেকে নিয়ে যান। ডেকে নিয়ে যাওয়ার পর তারা সেখানে এলোপাতাড়ি তাকে মারতে থাকে। পরবর্তীতে মীর হোসেনের চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এলে তারা পালিয়ে যায়। এলাকাবাসী মীর হোসেনকে উদ্ধার করে মুমূর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। এসময় তার শারিরীক অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়। এদিকে মীর হোসেনের বাবা ফজলুল হক বাদী হয়ে থানায় ১৬ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা (নং-৪) দায়ের করেছেন। এঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।