মিরসরাইয়ে প্রবাসী নেতৃবৃন্দ ও আওয়ামীলীগ নেতা-কর্মীদের মিললমেলা

320


নিজস্ব প্রতিবেদক

মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের কয়লায় ব্যবসায়ী, সমাজ সেবক আফছার হোসেন চৌধুরীর বাড়িতে মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত নেতৃবৃন্দ ও আওয়ামীলীগ যুবলীগ, ছাত্রলীগ নেতা-কর্মীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান।

এসময় উপস্থিত ছিলেন মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের উপদেষ্টা, মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রুস্তম আলী, মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক তোফায়েল উল্লাহ চৌধুরী নাজমুল, মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের সাধারণ সম্পাদক মোরশেদ আজম, সহ-সভাপতি নাজিম উদ্দিন, যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম খোকন, সমাজ সেবক ব্যবসায়ী আফছার চৌধুরী, প্রবাসী সালাহ উদ্দিন লিটন,

দুর্গাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ছলিম উদ্দিন, স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ রাশেদ, চট্টগ্রামের কুটুম্ববাড়ি রেস্তোরার পরিচালক আশরাফুল আহসান রাকিব, ব্যবসায়ী মোঃ রৌশন জামাল সিদ্দীকি মাহী, কফিল উদ্দিন, কয়লা ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তপন ত্রিপুরা, কাটাছরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আইয়ুব নবী আলম, আওয়ামীলীগ নেতা সিরাজ ড্রাইভার, দুলাল চৌধুরী, ইকবাল চৌধুরী প্রমুখ।


প্রধান অতিথি শেখ আতাউর রহমান তার বক্তব্যে বলেন, উন্নয়নের স্বর্ণ শিখরে বাংলাদেশ। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আগামীতেও আওয়ামীলীগের বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে মিরসরাই আসনে গৃহায়ন ও গনপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে আবারো নৌকা প্রতিকে ভোট দিয়ে জয়ী করতে প্রবাসী নেতৃবৃন্দ ও দলীয় নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here