মিরসরাইয়ে প্রবাসী যুবকের উদ্যেগে ঈদ উপহার বিতরণ

535

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মোঃ মাঈন উদ্দিন লিটনের উদ্যেগে খেটে খাওয়া ও কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামে সামাজিক দূরত্ব বজায় রেখে বাড়ি বাড়ি গিয়ে এসব ঈদ উপহার খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, পেয়াঁজ, তেল, সেমাই, চিনি, নারিকেল, দুধ, কিসমিস ও বাদাম।

প্রবাসী মাঈন উদ্দিন লিটন বলেন, করোনা ভাইরাসের কারণে শ্রমজীবি মানুষ অনেক কষ্টে রয়েছে। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদও সন্নিকটে। তাই আমার ক্ষুদ্র সামর্থ থেকে গ্রামের ৭০ টি পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here