মিরসরাইয়ে প্রাইভেটকারের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

161

নিজস্ব প্রতিবেদক
মিরসরাইয়ে রাস্তা পারাপারের সময় প্রাইভেটকারের ধাক্কায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ ডিসেম্বর) বেলা ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়ার রোড এলাকার ঢাকামুখী লাইনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম স্বপন কুমার নাথ (৫৫)। সে মিরসরাই সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মধ্যম তালবাড়ীয়া এলাকার মুহুরী বাড়ীর বাসিন্দা। এছাড়া স্বপন কুমার নাথ মিরসরাই পৌর বাজারের সেলী ক্লথ ষ্টোরের সত্ত্বাধীকারি।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনর্চাজ ফিরোজ উদ্দিন বলেন, সোমবার দুপুরে রাস্তা পারাপারের সময় একটি প্রাইভেটকার এসে স্বপন কুমারকে ধাক্কা দেয়। পরবর্তীতে তাকে উদ্ধার করে মিঠাছরা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়।
মিরসরাই সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here