মিরসরাইয়ে ফার্স্ট ক্যাপিটাল সিকিউরিটিজ এর শাখা অফিসের যাত্রা শুরু

77

মিরসরাই প্রতিনিধি::
মিরসরাইয়ে পুজিবাজারের স্টক ব্রোকার ও স্টক ডিলার প্রতিষ্ঠান ফার্স্ট ক্যাপিটাল সিকিউরিটিজ লিমিটেডের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে । শনিবার (২১ অক্টোবর) মিরসরাই পৌরসদরের চৌধুরী কমপ্লেক্সের ২য় তলায় এ শাখার উদ্বোধন করা হয়। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফার্স্ট সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. কাওসার আল মামুন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই পৌর সভার মেয়র এম. গিয়াস উদ্দিন।

এসময় উদ্বোধক কাওসার আল মামুন বলেন, পুঁজিবাজারে বিনিয়োগকারীদের লেনদেনে সহায়তা করার লক্ষ্যে ১৯৯৫ সাল থেকে কাজ করে যাচ্ছে ফার্স্ট ক্যাপিটাল সিকিউরিটিজ লিমিটেড। মিরসরাই তথা অত্র অঞ্চলের বিনিয়োগকারীদের সহায়তার লক্ষ্যে এই শাখা অফিস উদ্বোধন করা হয়েছে। প্রতিদিনের মার্কেট আপডেট জানা থাকলে এবং ভালো শেয়ার বাছাই করতে পারলে এ ক্ষেত্রে প্রচুর লাভ করা সম্ভব। এসময় তিনি বিনিয়োগকারীদের প্রতি হঠাৎ করে দাম বাড়তে থাকা শেয়ার না কিনে, কোম্পানীর প্রোফাইল দেখে শেয়ার কেনার পরামর্শ দেন।

প্রধান অতিথি মিরসরাই পৌর মেয়র এম. গিয়াস উদ্দিন বলেন, সাধারন বিনিয়োগকারীদের সুবিধার্থে মিরসরাইয়ে ফার্স্ট ক্যাপিটাল সিকিউরিটিজের শাখা খোলায় মানুষ উপকৃত হবে। শেয়ারবাজার ঝুকিপূর্ন জায়গা তাই বিনিয়োগকারীদের শেয়ার বাছাইয়ে সাবধানতা অবলম্বন করা উচিত।

শাখা ইনচার্জ মেহেদী হাসান পলিন জানান, আমাদের শাখায় বিও একাউন্ট খোলা থেকে শুরু করে পুঁিজ বাজারের বিনিয়োগের ক্ষেত্রে সকল রকমের সেবা প্রদান করা হবে। নতুন বিনিয়োগকারীদের শেয়ারবাজার সম্পর্কে সম্যক ধারনা প্রদানের ব্যবস্থা রয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here