মিরসরাইয়ে বন বিভাগের গাছ লুট

203

মিরসরাই প্রতিনিধি:

মিরসরাই গোভনীয়া বন বিটের কর্মকর্তাদের জিম্মি করে গাছ লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ ফেব্রয়ারী) গোভনীয়া বন বিটের কর্মচারীদের ঘুমন্ত অবস্থায় রুমের বাইরে থেকে দরজায় হুক লাগিয়ে বনের বেশ কয়েকটি গাছ কেটে নিয়ে গেছে কাঠ পাচারকারীরা।
জানা গেছে, গাছ চোরদের কারণে উজাড় হচ্ছে বন। একদিকে চলছে সরকারী পাহাড়ে সবুজ বনায়ন অন্যদিকে চলছে বন উজাড়ের মহোৎসব।
মিরসরাই রেঞ্জ কর্মকর্তা গাজী হাফিজুর রহমান জানান, মঙ্গলবার দিবাগত গভীর রাতে গাছ কাটার কথা আমি শুনেছি সকাল ১১টায়। আমি বিট অফিসে গিয়ে দেখতে পাই গাছের মুড়ি গুলো পড়ে আছে, কিন্তু গাছগুলো কেটে নিয়ে গেছে চোরের দল। পরে গোপন সংবাদের ভিত্তিতে খোঁজ পেয়ে স্টেডিয়াম সংলগ্ন সাবপুর গ্রাম থেকে গাছের কিছু অংশ জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থার উদ্যোগ নেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here