মিরসরাই প্রতিনিধি
আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রচারণায় নেমেছেন বিএনপি প্রার্থী নুরুল আমিন। তিনি উপজেলার বড়তাকিয়া, ঘরতাকিয়া, জামালের দোকান ও দরবার টিলায় গণসংযোগ করেন। এসময় উপজেলা যুবদলের আহবায়ক শাহীনুল ইসলাম স্বপন, উত্তর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইফতেখার মাহমুদ জিপসন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. কামাল হোসেন, উপজেলা ছাত্র যুব সংগ্রাম কমিটির আহবায়ক মোজাম্মেল হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফোরকান উদ্দিন, বর্তমান সভাপতি আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।এসময় নুরুল আমিন ভোটারদের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি লিফলেট বিতরণ করেন।
উপজেলা যুবদলের আহবায়ক শাহীনুল ইসলাম স্বপন জানান, মিরসরাইয়ে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন উপজেলার বড়তাকিয়া, ঘরতাকিয়া, জামালের দোকান ও দরবার টিলায় গণসংযোগ করেন। এসময় ভোটাররা আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নুরুল আমিনকে জয়যুক্ত করার আশ্বাস দেন। তবে বিভিন্ন বাধার কারণে প্রচারণায় ব্যাঘাত ঘটছে বলে তিনি দাবি করেন।