
মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে বিএনপি-জামায়াতের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছেন, মিরসরাই সদর ইউনিয়নের পূর্ব কিসমত জাফরাবাদের টোলা মিয়ার পুত্র মাঈন উদ্দিন (২৪), একই ইউনিয়নের মৃত আলী আকবরের পুত্র শহিদ উল্লাহ (৫৮) ও উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মৃত হজু মিয়ার পুত্র কাজী আবু বক্কর (৫০)। মিরসরাই থানা পুলিশ মঙ্গল বার (৯ অক্টোবর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে মাঈন উদ্দিন ৯ নং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক, শহিদ উল্লাহ ৯নং ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা ছিলো। কাজী আবু বক্কর ১৫ নং ইউনিয়ন জামায়াতের আমির।
এদিকে বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দকে গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান (সাময়িক বরখাস্তকৃত) নুরুল আমিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আলমগীর, গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী, উপজেলা যুবদলের আহবায়ক শাহীনুল ইসলাম স্বপন, উপজেলা ছাত্রদল সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন।
এই বিষয়ে মিরসরাই থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দেবনাথ বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে মাঈন উদ্দিন ও শহিদ উল্লাহ ওয়ারেন্টভুক্ত আসামি এবং কাজী আবু বক্কর কে অন্য একটি মামলায় গ্রেফতার করা হয়েছে।
