মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে বিএনপি নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিনের পিতা মাওলানা মো. আবুল খায়ের (৮০) ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজেউন)। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। কর্মজীবনে তিনি সাতক্ষীরা হামীদপুর আলিয়া মাদরাসার উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান।
বৃহস্পতিবার বাদ যোহর মরহুমের নামাযের জানাযা শেষে উপজেলার ওচমানপুর ইউনিয়নের নিজ বাড়ীতে অনুষ্ঠিত হয়। জানাযার নামাযে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আবদুল হালীম, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আমিন, আবদুল আউয়াল চৌধুরী, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি কাজী মো. সালাহ উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরোয়ার উদ্দিন সেলিম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আলমগীর, গাজী নিজাম উদ্দিন, নুরুল আবছার চেয়ারম্যান, সদস্য সচিব সালাহ উদ্দিন সেলিম, বারইয়ারহাট পৌর বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, সাবেক চেয়ারম্যান আবুল কালাম, মুসা মিয়া, রফিক উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক শাহীনুল ইসলাম স্বপন, সাবেক ছাত্রদল নেতা এবং উত্তর জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন,চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি জাহিদুল আবছার জুয়েল, সাংগঠনিক সম্পাদক আনিস আক্তার টিটু, উপজেলা ছাত্রদলের সভাপতি সরোয়ার হোসেন রুবেল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আলেম সমাজ, ব্যবসায়ী ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাযা পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন মরহুমের ছেলে বিএনপি নেতা নুরুল আমিন।
এদিকে মাওলানা আবুল খায়েরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য প্রফেসর এমডিএম কামাল উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী।
প্রসঙ্গত; নুরুল আমিন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মিরসরাই আসনে বিএনপি থেকে মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন। এছাড়া তিনি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।