মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন বালা (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নালিাইহি রাজিউন)। সোমবার (২৯ অক্টোবর) ভোর ৬টায় তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন। কামাল উদ্দিন দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভূগছিলেন। সোমবার বাদ আসর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন। পরে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। জানাযায় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহম্মদ, সহকারী কমান্ডার কামাল পাশা, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকসুদ আহমদ চৌধুরী, জোরারগঞ্জ ইউনিয়ন কমান্ডার সফিউল্লাহ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, খালেদা জিয়ার উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আলমগীর, গাজী নিজাম উদ্দিন, ৩ নং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুকুল আলম সোহান, নুরুল আফছার চেয়ারম্যান, মিরসরাই উপজেলা যুবদলের আহবায়ক শাহীনুল ইসলাম স্বপন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি আলা উদ্দিন, চট্টগ্রামস্থ মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক মোঃ শরফু উদ্দীন প্রমুখ।