মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরীতে (ইকোনমিক জোনে) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. কালা মিয়া (৩৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। কালা মিয়া বরগুনা সদর উপজেলার ধলুয়া ইউনিয়নের সাদি পাড়া গ্রামের মো. ইউসুফ মিয়ার সন্তান। সোমবার (২৮ জানুয়ারী) সন্ধ্যায় ইকোনোমিক জোনের এস এস এন্টারপ্রাইজের অধীনে শ্রমিক হিসাবে কর্মরত অবস্থায় অসাবধানতাবশত বিদ্যুৎবাহী একটি তারের সংস্পর্শে আসলে এই ঘটনা ঘটে।
নিহত মো. কালামিয়ার চাচাত ভাই মিজান বলেন, আমার ভাই কালা মিয়া ও আমি এক সাথেই ইকোনোমিক জোনে শ্রমিক হিসাবে কাজ করতাম। সোমবার সন্ধ্যায় সে জেনারেটর চালু থাকা অবস্থায় একটি বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে যায়। সাথে সাথে আমরা জেনারেটর বন্ধ করে তাকে উদ্ধার করে ঘটনাস্থল থেকে মিরসরাই সদরে একটি ক্লিনিকে নিয়ে আসলে সেখানে কর্মরত ডাক্তার কালা মিয়াকে মৃত ঘোষনা করেন। আইনী প্রক্রিয়া শেষে কালামিয়ার মরদেহ দাফনের জন্য আমরা মিরসরাই থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি।