মিরসরাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেল ১২শ রোগী

271


মিরসরাই প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেয়েছে প্রায় ১২শ চক্ষু রোগী। শনিবার (৬ এপ্রিল) দিনব্যাপী লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম মিরসরাইয়ের উদ্যোগে ক্লিফটন গ্রæপের চেয়ারম্যান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী ও ডা: এস এ ফারুকের আর্থিক সহযোগিতায় উপজেলার আজমপুরস্থ ডা: এস এ ফারুকের বাড়িতে বিনামূল্যে চক্ষু শিবির ও ডায়াবেটিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ।

এসময় উপস্থিত ছিলেন বারইয়ারহাট শেফা ইনসান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: এস এ ফারুক, লায়ন্স ক্লাব চট্টগ্রাম মিরসরাইয়ের পরিচালক লায়ন তাহের আহম্মেদ, লায়ন এ জেড এম সাইফুল ইসলাম টুটুল, প্রেসিডেন্ট লায়ন ইলিয়াছ সিরাজী, সাবেক সেক্রেটারী লায়ন মাইন উদ্দিন মনি, ট্রেজারার লায়ন লায়ন্স ক্লাব চট্টগ্রাম বিকন মেম্বার লায়ন সোহেল চৌধুরী ,ইঞ্জিনিয়ার আশরাফ আশরাফ উদ্দিন সোহেল প্রমুখ।

চক্ষু শিবিরের উদ্যোক্তা ডা. এস এ ফারুক জানান, শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় ১১শ চক্ষু রোগীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ৬০জন রোগীকে অপারেশনের জন্য বাঁচাই করা হয়। আগামী ৪ মে বাঁচাইকৃত রোগীদের চট্টগ্রাম নিয়ে গিয়ে অপারেশন করা হবে।

এম মাঈন উদ্দিন, মিরসরাই ০১৮১৫৫০০৭০৫।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here