মিরসরাইয়ে বিসমিল্লাহ ক্রীড়া সংঘের উদ্যোগে দিবা-রাত্রি ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

486

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের কাটাছড়া ইউনিয়নে বিসমিল্লাহ ক্রীড়া সংঘের উদ্যোগে দিবা-রাত্রি অলিম্পিক ক্রিকেট টুর্ণামেন্ট সম্পন্ন হয়েছে। গতকাল সকাল ১০টায় উত্তর বামনসুন্দর খলিলুর রহমান মুন্সী ব্রিজ সংলগ্ন মাঠে টুর্ণামেন্টের শুরু হয়ে রাত ১১ টায় ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে সমাপ্তি হয়। টুর্ণামেন্টে ৮টি দল অংশ গ্রহণ করে। ফাইনাল ম্যাচে গোলকেরহাট হাজিপাড়া ক্রিকেট দলকে পরাজিত করে মিঠাছড়া ফুটন্ত গোলাপ ক্রিকেট দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
টুর্ণামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ.কে.এম জাহাঙ্গীর ভূইয়া। সংঘের সভাপতি ইমাম হোসেন ও সাধারণ সম্পাদক নাহিদুল আলম টুর্ণামেন্টের সার্বিক তত্ত্বাবধান করেন।
টুর্ণামেন্ট পরিচালনা করেন আলা উদ্দিন, এমরান হোসেন, দিদার, রিয়াদ, রাকিব, টিটু, মেজবা, রসুল আমিন, সাকিব, রিপন।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও ১২ হাজার টাকা প্রাইজমানি ও রানার্সআপ দলকে ট্রফি ও ৮ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here