মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের ইছাখালী জমাদার গ্রাম বিসমিল্লাহ জামে মসজিদ ও ফোরকানিয়া মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল, পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত মাহফিলে প্রধান ওয়ায়েজ হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেলওয়ে ষ্টেশন রোড় জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা মামুনুর রশিদ নুরী।
বিশিষ্ট সমাজ সেবক, ব্যবসায়ী মাজহারুল হক চৌধুরীর সভাপতিত্বে বিশেষ ওয়ায়েজ হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কেন্দ্রীয় বায়তুশ শরফ এর মাওলানা কাজী মুহাম্মদ সিহাব উদ্দিন, ফেনী কৈখালী ইসলামিয়া মাদরাসার পরিচালক ও ভাঙ্গনি জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ জামাল উদ্দিন দিলপুরী। এছাড়াও বিভিন্ন আলেম ওলামা তশরিফ পেশ করেন। পরে প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।