মিরসরাইয়ে বুজর্গ আলেম মাওলানা ফজলুল হকের ইন্তেকাল

179

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান নয়দুয়ারিয়া ইউনুছিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক বুজর্গ আলেম পীরে কামিল মাওলানা ফজলুল হক (৮০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। তিনি রবিবার (১০ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় মাদরাসায় ইন্তেকাল করেন। ওইদিন রাত ১১ টায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে ওনাকে দাফন করা হয়। মাওলানা ফজলুল হক মিরসরাই উপজেলার ৪ নং ধুম ইউনিয়নের উত্তর ধুম এলাকার ফকির আহমদ মৌলভী বাড়ির মরহুম ফকির আহমদের বড় পুত্র।

নয়দুয়ারিয়া মাদরাসার পরিচালক মাওলানা জাফর আহমদ নিজামী জানান, হাজার হাজার ছাত্রের ওস্তাদ মাওলানা ফজলুল হক সাহেব দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি ১৯৭০ সাল থেকে দীর্ঘ ৫০ বছর এই মাদরাসার খেদমত করেছেন। আমরা পিতৃতুল্য একজন অভিবাবক হারালাম। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন।

মৃত্যুকালে তিনি ৫ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here