মিরসরাইয়ে বুজোর্গ আলেম ক্বারী মাওলানা নুরুজ্জামানের ইন্তেকাল

202

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের মোহাম্মদীয়া আজিজুল উলুম (তেমুহানি) মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা জমির উদ্দিনের পিতা বুজোর্গ আলেম ক্বারী মাওলানা নুরুজ্জামান (৮২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। শুক্রবার সকাল ১০টায় বাধ্যর্কজনতি কারণে নিজবাড়িতে তিনি মারা যান। শনিবার সকাল ১০টায় তেমুহানি মাদরাসা মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে উনাকে দাফন করা হয়েছে। জানাযার নামাযে উপস্থিত ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসন থেকে বিএনপির সংসদ সদস্য প্রার্থী নুরুল আমিন, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন,সদস্য সচিব সালা উদ্দীন সেলিম, সাবেক সভাপতি এডভোকেট অলিউল কবির ইকবাল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী নিজাম উদ্দিন,নুরুল আবছার, সাবেক ভাইস চেয়ারম্যান মঈন উদ্দিন, চট্টগ্রামস্থ মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক শরফু উদ্দীন সহ বিভিন্ন মাদরাসার শিক্ষক, ছাত্র এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ৫ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here