মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে বৃক্ষরোপন কর্মসূচী উপলক্ষে উপজেলা চত্ত¡রে র্যালী বের করা হয়।
র্যালী ও বৃক্ষরোপন কর্মসূচীতে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা সমবায় কর্মকর্তা মিহির কান্তি নন্দী, উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষক নুর মোঃ হোসাইন পিন্টু, প্রশিক্ষিকা শাহেনা আক্তার। র্যালী শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড আনসার দলনেতা-দলনেত্রী, সহকারী উপজেলা আনসার কোম্পানী কমান্ডারদের মাঝে ৫টি করে সর্বমোট ৮৭ জনের হাতে ফলজ ও ভেষজ জাতের গাছের চারা বিতরণ করা হয়।