মিরসরাইয়ে ভাতাভোগীদের সমাবেশ দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

97

মিরসরাই প্রতিনিধি :
সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় সহ্রাধিক ভাতা ভোগীদের নিয়ে মিরসরাইয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জুন) সকালে উপজেলার ৪নং ধুম ইউনিয়ন পরিষদের উদ্যোগে সমাবেশে ১০ জন অসহায় ও দুঃস্থ মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
ধুম ইউনিয়ন পরিষদের সচিব হাসান আহমেদের উপস্থাপনায় ও চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মাহবুব রহমান রুহেল। অন্যানের মাঝে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী। এসময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর ভূঁইয়া বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় ধুম ইউনিয়নে ৫৯৪ জনকে বয়স্কভাতা, ২৩৪ জনকে বিধবা ভাতা, ২১৪ জনকে প্রতিবন্ধী ভাতা, ৩৬০ জনকে মাতৃত্বকালীন ভাতা, ৮০ জনকে ভিজিডি চাল, প্রতিবছর দুই ঈদে ২৪০০ জনকে ভিজিএফ চাউল বিতরণ, ৩’শ পরিবারের মাঝে ন্যায্য মূলে চাউল বিক্রি, ৫৮৯ পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি রেশনিংয়ের মাধ্যমে স্বল্পমূল্যে বিক্রি, অসহায় ও দুঃস্থ মহিলাদের সাবলম্বী করার জন্য সেলাই মেশিন বিতরণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে মাহবুব রহমান রুহেল বলেন, আওয়ামীলীগ সরকার জনবান্ধব সরকার। সমাজের অস্বচ্ছল ও হত দরিদ্র মানুষের আর্থিক স্বচ্ছলতার জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় বিভিন্ন ভাতা চালু করেছেন। ভাতাগুলো সরাসরি উপকারভোগীদের মাঝে বিতরণ করা হচ্ছে। আগে উন্নত দেশগুলোতে শুধু ভাতা দেওয়ার প্রচলন ছিলো। দেশের বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করার জন্য ১’শ টি অর্থনৈতিক অঞ্চল স্থাপন করছেন। মিরসরাইয়ে এশিয়ার বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কাজ চলছে। যেখানে ১৫ লাখ লোকের কর্মসংস্থান হবে।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here