মিরসরাইয়ে ভূঁইয়াপাড়া ডে-নাইট অলিম্পিক ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

161

 

মিরসরাই প্রতিনিধি

‘ক্রীড়া শক্তি, ক্রীড়াই বল, মাদক নয়, সুশীল সমাজ গড়তে খেলাধূলার ভূমিকা অপরিসীম’ শ্লোগানকে সামনে রেখে মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী ভুঁইয়াপাড়া এলাকার ক্রীড়াপ্রেমী ‘ভূঁইয়াপাড়া স্পোর্টিং ক্লাব’র আয়োজন অনুষ্ঠিত হয়েছে ‘ভূঁইয়াপাড়া ডে-নাইট অলিম্পিক ক্রিকেট টুর্নামেন্ট’।

১ হাজার ১ টাকার এন্ট্রি ফি-তে অংশ নিয়েছে মোট ১৬টি দল। খেলার ড্র অনুষ্ঠিত হয় ২১শে ফেব্রুয়ারি। দিবারাত্রি এই খেলায় জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্বোধনী ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় (২৩ ফেব্রুয়ারি) শুক্রবার। জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ১৬টি দলের অংশ গ্রহনে বিকাল সাড়ে ৪টা থেকে রাত ৪টা পর্যন্ত অনুষ্ঠিত এই খেলায় গ্যালারিত দর্শকদের উৎসাহ উদ্দীপনায় একটি প্রাণবন্ত খেলা অনুষ্ঠিত হয়।

১৬ টি দলের ড্রয়ের মাধ্যমে প্রথম রাউন্ডের ৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে ৮টি দল বিজয়ী হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। কোয়ার্টার ফাইনাল শেষে ৪টি দল বিজয়ী হয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। দলগুলো হলো- বড়তাকিয়া স্পোর্টিং ক্লাব বনাম টীম অফ আইকন। এবং প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ ২১ ব্যাচ বনাম একতা সংঘ তারাকাটিয়া। এতে প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ ২১ ব্যাচ একতা সংঘ তারাকাটিয়াকে হারিয়ে ফাইনাল নিশ্চিত পরে। এরপর বড়তাকিয়া স্পোর্টিং ক্লাব টীম অব আইকনকে হারিয়ে ফাইনালে উঠে। এতে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বড়তাকিয়া স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন শিরোপা জিতে নেন প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ ২১ ব্যাচ।

খেলা উদ্বোধন করেন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহমদ নিজামী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগের অর্থ সম্পাদক ও আবুতোরাব উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবুল হোসেন বাবুল।

উদ্বোধনী খেলায় উপস্থিত ছিলেন, মিরসরাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. নুরুল আলম, সাবেক সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠু, সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, সাবেক নির্বাহী সদস্য আবু সাঈদ ভূঁইয়া, সাবেক অর্থ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, সাংবাদিক আজিজ আজহার, সাদমান রহমান সময়, শাফায়াত মেহেদী, মেহেরাজ হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আজাদ রুবেল, মিঠুন শর্মা, মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুরুচ্ছাপা নয়ন, মিরসরাই কলেজ ছাত্রলীগের সভাপতি সাইদুজ্জামান সিফাত প্রমুখ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here