
মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার ১১ নং মঘাদিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবসে বীর মুক্তিযাদ্ধাদের নিয়ে আলোচনা সভা সম্পন্ন হয়েছে।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযাদ্ধা ও সাবেক এনএসআই উপ-পরিচালক গোলাম সামদানী।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টারের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন ১১ নং মঘাদিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার নুর হোসেন।
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সদস্য নুরুল গনি, মঘাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফায়েল উল্ল্যা চৌধুরী নাজমুল সহ বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ নেতৃবৃন্দ। সকল মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাই মাষ্টার। এর আগে বিজয় র্যালী, শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। সবশেষে বীর মুক্তিযোদ্ধা সাবেক এনএসআই এর উপ-পরিচালক গোলাম সামদানিকে সম্মাননা তুলে দেওয়া হয়েছে।
