মিরসরাইয়ে মনটেজ কোচিং সেন্টারের সনদ বিতরণ

440

মিরসরাই প্রতিনিধি


চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় কতৃক অনুমোদিত প্রতিষ্ঠান মনটেজ ট্রেনিং এন্ড সার্টিফিকেশন বাংলাদেশ এর প্রথম কোর্সের সমাপনি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪জুলাই) দুপুর ১২টায় উপজেলার আবুতোরাব বাজারে অবস্থিত উক্ত প্রতিষ্ঠানের হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন।

মনটেজ ট্রেনিং সেন্টারের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার ফখরুল আমীন রাশেদের সভাপতিত্বে এবং মনটেজ ট্রেনিং সেন্টারের ইনসার্জ তোহা হাসানের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহাম্মদ নিজামী, মনটেজ ট্রেনিং সেন্টারের জি.এম মু. আনোয়ার হোসাইন, সাউথইস্ট ব্যাংক আবুতোরাব শাখার ম্যানেজার ফারুক হোসাইন, স্বেচ্ছাসেবী সংগঠন হিতকরীর প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম রয়েল প্রমুখ।

এসময় প্রশিক্ষণপ্রাপ্ত ৫০জন শিক্ষার্থীকে তিন মাসের কোর্স শেষে সার্টিফিকেট তুলে দেন অতিথিবৃন্দ। এবং তিনজন সেরা কারিগর নির্বাচিত হওয়ায় তাদের ক্রেষ্ট প্রধান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here