মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে বামনসুন্দর বায়তুল আমান জামে মসজিদের পূনঃনির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় কাজের উদ্বোধন করেন মিরসরাই চেয়ারম্যান সমিতির সভাপতি ও মসজিদের উপদেষ্টা, ৭ নম্বর কাটাছড়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ূন। মসজিদ কমিটি সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম মনিরের সঞ্চালনায় এতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, মসজিদের সাবেক ও বর্তমান সদস্যসহ এলাকার মুসল্লিরা।
এসময় প্রধান অতিথি মিরসরাই চেয়ারম্যান সমিতির সভাপতি রেজাউল করিম চৌধুরী হুমায়ূন বলেন, এলাকায় ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণে সকলের সহযোগীতা করা উচিত। কারণ ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণে এলাকার গুরুত্ব বৃদ্ধি পায়।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম মনির বলেন, আর্থিক সংকটের কারণে বামনসুন্দর বায়তুল আমান জামের মসজিদ নির্মাণ কাজ দীর্ঘ দিন বন্ধ ছিল। মঙ্গলবার মসজিদের পূনঃনির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। তিনি এলাকার বৃত্তবানদের কাছে মসজিদ নির্মানে সহযোগীতা কামনা করেন।