মিরসরাই প্রতিনিধি::
মিরসরাই উপজেলার সকল মাদ্রাসা প্রধানগণের উদ্যোগে ও আন্তঃ মাদ্রাসা শিক্ষা ফেডারেশন সার্বিক ব্যবস্থাপনায় ঐতিহ্যবাহী সুফিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মরহুম মুফ্তি শাহ সুফি হযরত মাওলানা ছেরাজুল ইসলাম (রহঃ) এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা ও দোয়া অনুষ্ঠান হয়েছে।
বুধবার (০৭ অক্টোবর) বেলা ১১ টার দিকে আন্তঃ মাদ্রাসা শিক্ষা ফেডারেশন কার্যলয়ে জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আন্তঃ মাদ্রাসা শিক্ষা ফেডারেশন সভাপতি মাওলানা ছলিম উদ্দিনের সভাপতিত্ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন মিঠাছরা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা নিজামুল হক ছাদেকী, মির্জা বাজার দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাহবুবুল আলম, আন্তঃ মাদ্রাসা শিক্ষা ফেডারেশন সাধারণ সম্পাদক মাওলানা বনী আমিন, অর্থ সম্পাদক মাওলানা আলাউদ্দিন। উপস্থিত ছিলেন, কদমতলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা বোরহান উদ্দিন, মফিজুর রহমান সহ মীরসরাই উপজেলার সকল মাদ্রাসা প্রধানগণ উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মিঠাছরা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা নিজামুল হক ছাদেকী।