মিরসরাই প্রতিনিধি
মিরসরাই পৌরসভা যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও জিহান বিল্ডার্স এর স্বত্ত্বাধিকারী মোঃ রিয়াজ উদ্দিনের উদ্যোগে মাদরাসার শিক্ষার্থীদের মাঝে কম্বল, শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (২ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার চরশরৎ কাছিমুল উলুম তালিমুদ্দীন মাদরাসায় এসব কম্বল বিতরণ করা হয়।
রিয়াজ উদ্দিন বলেন, এই কনকনে শীতের মধ্যে মাদরাসার শিক্ষার্থীরা কষ্ট করছে। তাই আমার পক্ষ থেকে তাদের শীত নিবারনে আমার ক্ষুদ্র সামর্থ থেকে কিছু কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেছি। পর্যায়ক্রমে বিভিন্ন প্রতিষ্ঠানে ও হতদরিদ্র মানুষের মাঝে আরো কম্বল, শীতবস্ত্র বিতরন করা হবে।