
মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার কাজীর তালুক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ অক্টোবর) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নুরুল আনোয়ার দুলালের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক সুলক চন্দ্র দাশের উপস্থাপনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মিহির কান্তি নাথ, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল গনি, সহ-দপ্তর সম্পাদক তোফায়েল উল্লা চৌধুরী নাজমুল, মঘাদিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী নুর হোসেন, মঘাদিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি বেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন মিলন, খন্দকার হারুন, রবিউল হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজল রাণী মজুমদার, সহকারী শিক্ষক সালমা বেগম প্রমুখ। সমাবেশে বক্তারা শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের গৃহিত বিভিন্ন কার্যক্রম তুলে ধরার পাশাপাশি পড়ালেখার মান আরো বৃদ্ধি করার জন্য অভিভাবক এবং শিক্ষকদের প্রতি আহবান জানান।
