মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ

229

 

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দূর্গাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে প্রায় ৫০ জন মুক্তিযোদ্ধার মাঝে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কামরুল আহসান হাবীবের ব্যক্তিগত উদ্যোগে কম্বল বিতরণ করা হয়।
এসময় দূর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আলা উদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন রুবেল, দূর্গাপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ইউসুফ, বীর মুক্তিযোদ্ধা মুক্তার হোসেন সহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
আওয়ামীলীগ নেতা কামরুল আহসান হাবীব বলেন, ব্যক্তিগত উদ্যোগে কিছুদিন আগে আমি দূর্গাপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৬’শ কম্বল বিতরণ করেছি। আজ দেশের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের হাতে কম্বল তুলে দিতে পেরে অনেক আনন্দ লাগছে। তারা জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ না করলে দেশ স্বাধীন হতোনা।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here