মিরসরাইয়ে যুবদল নেতার উপর সন্ত্রাসী হামলা

845

নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ে মোহাম্মদ মিজানুর রহমান নামে এক যুবদল নেতার উপর হামলা করেছে সন্ত্রাসীরা। সে ৬ নং ইছাখালী ইউনিয়ন যুবদলের সহ সভাপতির দায়িত্বে রয়েছেন। গত শুক্রবার (২৩আগষ্ট) দুপুরে দিকে মিঠাছরা বাজারে এই হামলার ঘটনা ঘটে। সে পূর্ব ইছাখালী ইউনিয়নের ইছাখালী গ্রামের শামছুল আলমের ছেলে।

জানা গেছে, ছুটি শেষে ঈদের পরদিন দুপুরে তার কর্মস্থল চট্টগ্রাম শহরে যাওয়ার উদ্দেশ্যে গাড়ীর অপেক্ষায় দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। এসময় কয়েকজন সন্ত্রাসী তার গতিরোধ করে কিছু বুঝে উঠার পূর্বেই অতর্কিত হামলা করে। পথচারীদের সহযোগিতায় মিজানকে মিঠাছরা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে পরে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি হন।

হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন (সাময়িক বরখাস্তকৃত), উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলমগীর,গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক দিারুল আলম মিয়াজী, উপজেলা ছাত্রদলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here